• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
ইউপি নির্বাচন

রাজবাড়ীতে ৯টিতে নৌকার জয়, ৫টিতে স্বতন্ত্র


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৮:২৬ এএম
রাজবাড়ীতে ৯টিতে নৌকার জয়, ৫টিতে স্বতন্ত্র

তৃতীয় ধাপের নির্বাচনে রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এবং ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১১.৩০টায় বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা পরিষদ থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।

কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে কালুখালী উপজেলা থেকে রতনদিয়া ইউনিয়নে নিলুফা পারভীন (নৌকা), মাঝবাড়ী ইউনিয়নে শরিফুল ইসলাম (নৌকা), মৃগী ইউনিয়নে এম এ মতিন (নৌকা), সাওরাইল ইউনিয়নে শহিদুল ইসলাম (নৌকা), বোয়ালিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী), মদাপুর ইউনিয়নে মিজানুর রহমান মজনু (স্বতন্ত্র প্রার্থী) এবং কালিকাপুর ইউনিয়নে আতিউর রহমান নবাব (নৌকা) জয়লাভ করেন।

অপরদিকে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে আলম বিশ্বাস (স্বতন্ত্র প্রার্থী), নবাবপুর ইউনিয়নে বাদশা আলমগীর (স্বতন্ত্র প্রার্থী), ইসলামপুর ইউনিয়নে আহম্মেদ আলী (স্বতন্ত্র প্রার্থী), নারুয়া ইউনিয়নে জহিরুল ইসলাম (নৌকা), বহরপুর ইউনিয়নে রেজাউল ইসলাম (নৌকা), জামালপুর ইউনিয়নে বাবু (নৌকা), জঙ্গল ইউনিয়নে কল্লোল বসু (নৌকা) জয়লাভ করেন।

এই দুইটি উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৫৩ জন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৪৭৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৪৬ জন। যেখানে বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ২৮ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ২২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ৭১ জন এবং কালুখালি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ২৫ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ২৫২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ৭৫ জন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!