• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

যুদ্ধের ময়দানে আছি, যা আছে কপালে : তৈমূর


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ০২:০১ পিএম
যুদ্ধের ময়দানে আছি, যা আছে কপালে : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে যুদ্ধের ময়দান বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, “যুদ্ধের ময়দানে আছি, যেকোনো পরিস্থিতি মোকাবেলা করব, যা আছে কপালে তাই হবে।”

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তৈমূর আলম বলেন, “এবারের নির্বাচনের কোনো কেন্দ্রকেই আমি ঝুঁকি মনে করি না। নগরীর বাসিন্দাদের ওপর আমার আস্থা রয়েছে বলেই কোনো কেন্দ্রকেই আমি ঝুঁকিপূর্ণ মনে করি না। আমি ঝুঁকি হিসেবে পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশনকেই মনে করি। তারা নিরপেক্ষ থাকলে কোনো কিছুই ঝুঁকিপূর্ণ না।”

কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়ে তৈমূর আলম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছে আমাদের পেটানোর জন্য। কিন্তু এটা তো নিরপেক্ষ হলো না।”

তৈমূর আলম আরও বলেন, “আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এক প্রশ্নের জবাবে বলেছেন, আমরা ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড ঝুঁকিপূর্ণ মনে করেছি বলেই ডিসি ও এসপি বিষয়টি সম্পর্কে জানাতে গেছে। ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। আমার ছোট ভাই গত ১৮ বছর ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর। ১২ নম্বর ওয়ার্ড হলো সরকারি দলের এমপিদের ওয়ার্ড। এখন তারা নিজ দলের এমপিদের ওয়ার্ডকেও ঝুঁকিপূর্ণ মনে করে। তাদের মধ্যে কেমন বিরোধ রয়েছে, এখন এটাই প্রতীয়মান হচ্ছে।”

বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়াই করা সেলিনা হায়াৎ আইভীর বিপক্ষে মেয়র পদে লড়ছেন। নির্বাচনী প্রচার শেষ হয়েছে শুক্রবার। শনিবার নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের ভোট।

Link copied!