• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় ছেলের মাকে পুড়িয়ে হত্যা


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২২, ১১:১৪ এএম
মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় ছেলের মাকে পুড়িয়ে হত্যা

ময়মনসিংহ সদরে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় ছেলের মাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) রাতে সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. জাহাঙ্গীর ও তার স্ত্রী আছমা।

মঙ্গলবার রাতে নিহতের স্বামী আব্দুর রশিদ আটজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন খোকন মিয়া ওরফে কাজল, তার স্ত্রী নাসিমা আক্তার কনা, গোলাম মোস্তফার ছেলে কামাল মিয়া, বাবুল, কামাল মিয়ার স্ত্রী নাসিমা আক্তার বৃষ্টি, বাবুলের স্ত্রী রোমান।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী খুকি আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।এ সম্পর্ক দুই পরিবার মেনে না নেওয়ায় ২৬ জুন তারা পালিয়ে যায়। মঙ্গলবার মেয়ের পরিবার ছেলের বাড়িতে এসে লাইলীকে গালিগালাজ করে ও এ পর্যায়ে তার হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ও পরে চিকিৎসকের পরামর্শে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে লাইলীর মৃত্যু হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!