করোনা

মমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ১০:৫৭ এএম
মমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন ময়মনসিংহের ফুলপুরের আব্দুল বারেক (৬৮) ও শেরপুর ঝিনাইগাতির মো. সোলায়মান (৭৩)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের পূর্ণিমা (৫০), ভালুকার মেহেরুন্নেসা (৭৫), আমেনা (৮০) ফুলপুর উপজেলার তোফাজ্জল (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ করোনা ওয়ার্ডে ১৩৭ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ৮ জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ১৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩১৮ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭২৯ জন।

Link copied!