• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৫:১৯ পিএম
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জামালপুরের মাদারগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মকবুল হোসেন (৪৫) খুন হয়েছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বাড়ির উঠানের জমির আইল নিয়ে তর্কের জেরে বড় ভাই জামাল উদ্দিন কোদাল দিয়ে মকবুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। আসামি পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!