নওগাঁর আত্রাইয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। বুধবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন মাসুম আলী সরদার (২৪) ও তার স্ত্রী লিমা খাতুন (১৮)। ঈদের এক সপ্তাহ আগে তাদের বিয়ে হয়েছিল।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে নওগাঁ সদর সার্কেলের পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তাদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































