• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০৯:৩০ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্টে  মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মায়ের নাম মরজিনা বেগম (৩৫) ও মেয়ের নাম চাদনী (৫)। তারা হোসেন বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

শুক্রবার (১৫ জুলাই) বিকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসান।

নাজমুল হাসান জানান, বিদ্যুৎতের খুটি থেকে টিনের বেড়ার ফাঁকা দিয়ে ঘরের ভেতর বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। ঝড় এবং বৃষ্টিতে টিনের ঘর্ষণে তারের জ্যাকেট কাভারটি কেটে গেলে পুরো ঘর বিদ্যুয়াতি হয়ে যায়। তখন ওই এলাকায় বৃষ্টি হওয়ায় মরজিনা তার মেয়েকে নিয়ে পাশের বাড়িতে ছিলেন। বৃষ্টি থামলে তিনি বাড়ি ফিরে দরজা খোলার সময় টিনের বেড়ায় হাত পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হোন। এই ঘটনার পরে মা-মেয়েকে কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে না। ডাক্তারের মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট থাকলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।”
 

Link copied!