• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি-আ. লীগের সংঘর্ষ, আহত ২৫


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৮:১০ পিএম
বিএনপি-আ. লীগের সংঘর্ষ, আহত ২৫

মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন ঘণ্টাব্যাপি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোড এলাকায় শুরু হওয়া সংঘর্ষ চলে সাড়ে চারটা পর্যন্ত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। বৃহস্পতিবার সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় একটি মিছিলে বাধা দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

একপর্যায়ে সংঘর্ষটি শহরের কলেজ রোডের টুকু ব্রিজ ও ইলিয়ট ব্রিজ এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হন। দুপুর দেড়টার দিকে শুরু হওয়া সংঘর্ষ নিয়ন্ত্রণে বিকেল সাড়ে চারটার দিকে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!