চুয়াডাঙ্গায় মা-বাবার ভরণ-পোষণ না দেওয়ায় বাবার করা মামলায় পুত্র ও পুত্রবধূকে গ্রেপ্তারের মাধ্যমে কারাগারে পাঠিয়ে আদালত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জীবননগর উপজেলা শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর চুয়াডাঙ্গার আদালতে নেওয়া হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তাররা হলেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির বিকাশ (৩২) ও তার স্ত্রী রেহেনা খাতুন (২৯)।
মামলার অভিযোগে বলা হয়েছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের রুহুল আমিন (৭০) ও তার স্ত্রী মোছা. রিনা বেগমের (৬৫) ভরণ-পোষণের খরচ দেয় না দুই ছেলে বিকাশ ও আলামিন। এর ফলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা।
রুহুল আমিন জানান, খাওয়ার টাকা চাইলে আমার দুই ছেলে ও তাদের স্ত্রীরা মারধর করে। ছেলে ও ছেলে বউদের হাতে মার খাওয়ার পর আমি দর্শনা থানায় পুলিশকে জানাই। পরে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির জানান, বৃদ্ধ বাবা-মার ঘটনা শুনে তাদের দুই ছেলে ও দুই পুত্রবধূসহ পাঁচ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা নেওয়া হয়। বৃহস্পতিবার তাদের এক ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।