• ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৬

বাইকে পদ্মা সেতু পাড়ি : আটকের পর জরিমানায় মুক্তি


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০৯:৪৯ পিএম
বাইকে পদ্মা সেতু পাড়ি : আটকের পর জরিমানায় মুক্তি

নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দেওয়ায় মো. খালেদ মাহমুদকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাওয়া প্রান্ত দিয়ে একটি বাসের পেছন পেছন টোল না দিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন খালেদ। তিনি মোটরসাইকেল চালিয়ে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামার চেষ্টা করেন। সে সময় সেনাবাহিনীর টহল দল তাকে আটক করে থানায় দেয়। খবর পেয়ে ইউএনও থানায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। 

ইউএনও কামরুল বলেন, “এক হাজার টাকা জরিমানা করার পর তাকে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।”

আটক খালেদ মাহমুদ নডাইলের নড়াগাতি থানার পানিপারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরের দিন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই দিনই মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হন। সেতুতে মোটরসাইকেলের অধিক ভিড় আর বেপরোয়া চলাচলে বিশৃঙ্খলা ঠেকানোর জন্য মোটরসাইকেল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

Link copied!