• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

বজ্রপাতে কৃষকের মৃত্যু


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৬:৫৮ পিএম
বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপ‍াতে আ. লতিফ মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেন।

লতিফ ছোটবগী ইউনিয়নের উত্তর চরপাড়া এলাকার অছিমদ্দিন ফকিরের ছেলে।

জানা যায়, লতিফ গরুকে ঘাস খাওয়ানোর জন্য রাস্তার পাশে বেঁধে রাখেন। আকাশ হঠাৎ করে কালো মেঘে ঢেকে যায়, বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে। মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। একপর্যায়ে বিকট শব্দের বজ্রপাত হলে লতিফ ঘটনাস্থলেই মারা যান।

লতিফের ছোট ভাই রাজু আহমেদ বলেন, “বিকেলে মৃত্যুর খবর শুনে আমরা মাঠ থেকে ভাইয়ের লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে আসি। তবে গরুর কোনো ক্ষতি হয়নি।”

ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।” 
 

Link copied!