বজ্রপাতে কিশোরের মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৩:৪৬ পিএম
বজ্রপাতে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে বজ্রপাতে আসাদ শেখ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের জামতলাপড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

আসাদ শেখ একই গ্রামের মো. বক্কার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্বাধীন শেখ বলেন, তিনি আসাদ শেখ ও আশিক মাঠে ধানের চারা রোপণ করছিলেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে আসাদ শেখ জমিতে পড়ে যায়। তাকে উদ্ধার রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল হান্নান বলেন, “একজনকে সদর হাসপাতালে দুপুরে আনা হয়। আমাদের এখানে নিয়ে আসার আগেই সে মারা গেছে। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বজ্রাঘাতেই তার মৃত্যু হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!