• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বংশীর তীরে উচ্ছেদ অভিযান


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০৬:০৯ পিএম
বংশীর তীরে উচ্ছেদ অভিযান

সাভারে বংশী নদীর তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন বসত বাড়ি গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের থানাঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত আলী।

স্থানীয়রা জানান, বংশীর তীর ঘেঁষে গড়ে ওঠে ছিল প্রভারশালীদের অবৈধ স্থাপনা। এবিষয়ে প্রশাসনের কাছে অস্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী।

উচ্ছেদ শেষে এবিষয়ে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত আলী জানান, সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

 

 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!