• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পুনর্নিরীক্ষণ: ফেল করা ৬ শিক্ষার্থী পেল জিপিএ ৫


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ১২:২৭ পিএম
পুনর্নিরীক্ষণ: ফেল করা ৬ শিক্ষার্থী পেল জিপিএ ৫

২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ৬ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। শনিবার (২২ জানুয়ারি) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন হয়েছে। ফলাফল বিশ্লেষণে জানা যায় ৫১ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। এর মধ্যে ফেল করা ছয়জন পেয়েছে জিপিএ ৫। এ ছাড়া ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বোর্ডে গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক ১১ বিষয়ে চার হাজার ১৯৩ জন শিক্ষার্থী চার ৬৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

গত ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করে বোর্ড। 

Link copied!