• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

পিংনায় নৌকার মাঝি হাজী নজরুল ইসলাম জয়ী


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ১০:১৫ এএম
পিংনায় নৌকার মাঝি হাজী নজরুল ইসলাম জয়ী

সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ১৪ হাজার ৭৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী নজরুল ইসলাম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীকে খন্দকার মোতাহার হোসেন জয়। তিনি পেয়েছেন ২৮০ ভোট।

সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুকসেদুল আলম।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার পিংনা ইউনিয়নে আইনি জটিলতার কারণে দীর্ঘ ১০ বছর পর নির্বাচন হয়েছে। ইউনিয়নে ১০টি কেন্দ্র ও ৭৩টি বুথে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৮৭১ জন। এর মধ্যে ১২ হাজার ২৯ জন পুরুষ এবং ১১ হাজার ৮৪২ জন নারী ভোটার রয়েছেন। এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দেন তারা।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

Link copied!