• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৮:১৭ পিএম
পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার মনমথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু ২ জন সম্পর্কে চাচাতো বোন।

জানা যায়, উপজেলার মনমথপুর ইউনিয়নের ফ্যাক্টরীপাড়া গ্রামের মাহাবুবা (৭) ও মেহেবুবা (৬) নামে দুই চাচাতো বোন বিকেলে বাড়ির পাশের বন্ধুদের সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে হটাৎ নিখোঁজ হয় তারা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাদের পায়নি।

বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুই জনের লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে। নিহত মাহাবুবা মনমথপুর ফ্যাক্টরীপাড়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং মেহেবুবা একই গ্রামের মিজানুর রহমানের মেয়ে। 

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর সংবাদ প্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।


 

Link copied!