• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নৌ মহড়ায় অংশ নিতে ভারত গেল ‘ওমর ফারুক’


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৩:২৮ পিএম
নৌ মহড়ায় অংশ নিতে ভারত গেল ‘ওমর ফারুক’

ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে ভারত সফরে গেলো বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘ওমর ফারুক’। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় মোংলা নৌ জেটি থেকে নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

প্রধান অতিথির বক্তব্য রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন বলেন, অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এ মহড়ার মূল লক্ষ্য। এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগীতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা করেন।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঁঞার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌ সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন। এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌ বাহিনী অংশগ্রহণ করছে।

সফর শেষে জাহাজটির আগামী ৬ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে। 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!