• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিমি এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২২, ০২:১৩ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিমি এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনেরও চাপ বাড়ছে।

শনিবার (১৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান।

জানা গেছে, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় যানবাহনের চাপ সড়কে কয়েকগুণ বেড়ে গেছে। তাছাড়া এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত সড়ক দুইলেন হওয়াতে গাড়িগুলো এলোমেলোভাবে চলাচল করছে। এজন্য এই ১৪ কিলোমিটার সড়কে গাড়ির ধীরগতি রয়েছে। ফলে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগে শুক্রবারও এই সড়কে দিনভর যানজট ও রাতে গাড়ির ধীরগতি ছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, মহাসড়কের পাশে দুদিকে সিএনজি চালিত অটোরিকশার জন্য নির্মিত রাস্তায় বড় যানবাহন চলার কারণে যানজট আরও প্রকট হয়েছে। বড় গাড়ি ছাড়াও ট্রাক, পিকআপভ্যান, মোটরসাইকেল-এমনকি গাড়ির ছাদেও মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন তারা। ফলে নানা ভোগান্তিরও শিকার হতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!