• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাক্টর চাপায় স্কুলছাত্রের মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১২:১৬ পিএম
ট্রাক্টর চাপায় স্কুলছাত্রের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামে ট্রাক্টর চাপায় রাফিদুল ইসলাম নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফিদুল ইসলাম চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের স্কুল শিক্ষক তোফায়েল হোসেনের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৈয়ারধারী গ্রামের স্কুলশিক্ষক তোফায়েল হোসেনের ছেলে রাফিদুল ইসলাম পার্শ্ববর্তী বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সোমবার সকালে স্কুল খোলার বিষয়ে ও ইউনিক আইডির তথ্য জানতে রাফিদ বাইসাইকেল নিয়ে স্কুলে যান। স্কুল বন্ধ দেখে পুনরায় বাড়ি ফেরার পথে একটি মাটি বহনকারী ট্রাক্টর তার বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”  
 

Link copied!