সাতক্ষীরার তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তালা উপজেলার মদনপুর সতীরবাড়ি এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ ঘটনাস্থল থেকে জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক পথচারীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই পথচারী চাকায় পিষ্ট হওয়ার পরে ট্রাকটি উল্টে যায়। তবে ট্রাকের ড্রাইভার-হেলপারদের পাওয়া যায়নি।
চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম রয়েছে। এখনো নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।