• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

ট্রাক উল্টে ঘরে, ঘুমন্ত দম্পতির মৃত্যু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ১১:২৫ এএম
ট্রাক উল্টে ঘরে, ঘুমন্ত দম্পতির মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে সারবোঝাই ট্রাক উল্টে বসতঘরে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার কৃষক জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)। জয়নাল মৃত আমজাদ হোসেনের ছেলে। সানন্দবাড়ী ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোহায়ের হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতিদিনের মতো জয়নাল কৃষিকাজ করে বাড়িতে তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঢাকা-রৌমারী রাস্তার পাশেই তার ঘর। শেষ রাতের দিকে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জয়নালের ঘরের ওপর উল্টে যায়। ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের খাটে ঘুমন্ত অবস্থায় তাদের দুই সন্তান থাকলেও তারা বেঁচে যায়।

ওসি যোহায়ের হোসেন খান বলেন, “ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে ট্রাকটি উল্টে যায়। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।”

Link copied!