• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৪০ 


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৯:১২ পিএম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৪০ 
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মোকরা ইউনিয়নের বিরলি গ্রামে মাঠে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেছেন, আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৯ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, বিরলি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৪০) নিজ বাড়ির উঠানে গ্যাস বেলুন বিক্রি করতেন। আজ বিকেলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে বেলুন বিক্রেতা আনোয়ারসহ সেখানে উপস্থিত শিশুরা আহত হন।

কুমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ জানান, সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৯ জনেরও বেশি শিশুকে এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত শিশুদের নিয়ে অভিভাবকরা এখনও হাসপাতালে আসছেন বলে জানান তিনি।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রাহাত বলেন, “আমরা পাঁচটি অ্যাম্বুলেন্সে আহত ১৯ জনকে মেডিকেল কলেজে নিয়ে গিয়েছি। আরও শিশুদের আনতে হবে।”
 

Link copied!