মুন্সিগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে শহরের চরমুক্তারপুর এলাকায় হাজী জয়নালের ভবনে এ বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, চারতলা বাস ভবনের দ্বিতীয় তলার রান্নাঘরে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরসহ তিনটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই পরিবারের চার সদস্য দগ্ধ হন।
আবু ইউসুফ আরও জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।