• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গাজীপুরে পাটের গুদামে আগুন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৪:০৭ পিএম
গাজীপুরে পাটের গুদামে আগুন

গাজীপুরে কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কোনাবাড়ীর আমবাগ এলাকায় আধপাকা টিনশেডের পাটের গুদামে আগুন লাগে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় আগুনে টিনশেডের আধপাকা কয়েকটি গুদাম পুড়ে গেছে। গুদামে গার্মেন্টসের মালামাল রয়েছে। শাহ আলমের মালিকানাধীন গুদাম ভাড়া নিয়ে এখানে বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফসহ কয়েকজন পাটের ব্যবসা করে। 

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, “আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।”

তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ এখনও জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা।

Link copied!