• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কৃষক হত্যায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০২:১৩ পিএম
কৃষক হত্যায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধার পলাশবাড়ীতে হাসান নামের এক কৃষককে হত্যার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে গাইবান্ধার সিনিয়র জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন গাইবান্ধার পলাশবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলাম, আব্দুর রউফ, জালাল, সাবেক শিবির নেতা গোলাম মোস্তফা, সোনালি ব্যাংক কর্মচারী শাহ আলম, মিজানুর রহমান, আবু তালেব ও ফারুক। এর মধ্যে মিজানুর ও আবু তালেব পলাতক।

পিপি ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, ১৯৯৯ সালে ২২ আগস্ট পলাশবাড়ীর আদর্শ কলেজের প্রিন্সিপাল আব্দুল মান্নানকে বেআইনিভাবে অপসারণের কারণে আমাবাড়ী গ্রামের লোকজন অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ করলে সুই গ্রামের জামায়াত-বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়ে হাসান আলী নামের একজনকে নৃশংসভাবে হত্যা করে। দীর্ঘ ২১ বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করেন আদালত।

Link copied!