রাজবাড়ীতে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মাহেন্দ্র উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে রাজবাড়ী শহরের বড়পুলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুন দোহার গ্রামের নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল জোয়াদ্দার (৩০) এবং ডাউটিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে মতিউর রহমান (৩৫)।
প্রত্যক্ষদর্শী আহত সবুজ জোয়াদ্দার বলেন, “আমরা রাতে গাজীপুরের কোনাবাড়ি থেকে ঝিনাইদহে যাওয়ার উদ্দেশ্যই রওনা হয়েছিলাম। ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বাস থেকে নেমে মাহেন্দ্র গাড়িতে উঠে ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্য রওনা দেই। রাজবাড়ীর বড়পুলে আসলে সড়কদ্বীপের সঙ্গে চালক লাগিয়ে দিলে গাড়ি উল্টে যায়। মারাত্মক আহত অবস্থায় আজিজুল এবং মতিউরকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করেন ডাক্তার। একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
সবুজ আরও বলেন, “আমরা গাড়িতে ১০ জন ছিলাম। সবাই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাসিন্দা।”
রাজবাড়ী সদর থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, “আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। দুইজন নিহত হয়েছেন ও আহত একজনকে ফরিদপুর মেডিলে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই ঈদের ছুটিতে বাড়িতে ফিরছিলেন। সবাই গার্মেন্টস কর্মী। মাহেন্দ্র ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































