• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

আম গাছে বৃদ্ধের মৃত্যু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২২, ০৮:০০ পিএম
আম গাছে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে আম গাছের ডালেই জলহক (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুন) দুপুরে নয়ানগর ইউনিয়নের মামা-ভাগিনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধ ওই গ্রামের মৃত রহেজ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, জলহক বেলা পৌনে ২টার দিকে আম গাছে আম পাড়ার জন্য উঠেন। গাছের পাশে থাকা বিদ্যুৎ লাইনের তার গাছের ডালে লাগলে বিদ্যুৎস্পৃষ্ঠে সেখানেই মারা যান। পরে খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ থেকে নিহতের লাশ উদ্ধার করে।

মেলান্দহ ফায়ার স্টেশনে কর্মকর্তা মো. আব্দুল লতিফ মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই। যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে গাছ থেকে লাশ উদ্ধার করা হয়।”

Link copied!