• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

অস্ত্র, গুলিসহ ডাকাত আটক


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ১০:১০ এএম
অস্ত্র, গুলিসহ ডাকাত আটক

কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড গুলিসহ শাহিন (৩০) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ভৈরব থানাধীন পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ডের কালিপুর দক্ষিণ পাড়া থেকে শাহিনকে আটক করে ভৈরব নৌ থানা-পুলিশ।

আটক শাহিন মিয়া পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কালিপুর উত্তর পাড়ার সিরাজ মিয়ার ছেলে।

ভৈরব নৌ পুলিশ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, কালিপুর দক্ষিণ পাড়া থেকে মঙ্গলবার রাত সোয়া ১২টায় শাহিন মিয়াকে আটক করে পুলিশ। শাহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সকালে ডাকাতের বিরুদ্ধে মামলা দিয়ে কিশোরগঞ্জ জেলখানায় পাঠানো হবে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!