• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

সাভারে জমি নিয়ে বিরোধে যুবককে অপহরণ, আটক ১


সাভার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ১১:৫৭ এএম
সাভারে জমি নিয়ে বিরোধে যুবককে অপহরণ, আটক ১

সাভারের আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে মারধর ও অপহরণের অভিযোগে রাজু আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরাফাত উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে সোমবার রাত ৯টার দিকে আশুলিয়ার বাসাইদ বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।

আটক রাজু আহমেদ (৪২) আশুলিয়ার গৌরীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

ভুক্তভোগীরা হলেন আশুলিয়ার বাসিন্দা আসাদ (অপহৃত) ও ফরিদপুরের বাসিন্দা তুষার। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সোমবার রাতে জমি সংক্রান্ত ঘটনার জেরে আসাদ নামে এক যুবককে তুলে নিয়ে মারধর করে রাজু বাহিনী। এ সময় তার সঙ্গে থাকা লোকজনকেও মারধর করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস গাড়িটি ভাঙচুর করে।

এ বিষয়ে আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরাফাত উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু আহমেদকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, রাজু আহমেদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এগুলোর মধ্যে  শ্রমিক নেতাকে অপহরণ ঘটনায় মামলা রয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে অকথ্য ভাষায় গালি গালাজের ঘটনায় মামলা পৃথক মামলা দায়ের হয়েছিল।

Link copied!