বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামের এক বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের ওপারে বাঁশ কোড়ল কুড়াতে গিয়ে বিস্ফোরণে আহত হন তিনি।
আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউপির গাছবুনিয়া গ্রামের সুমন কারবারির মেয়ে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, সকালে বাঁশ কোড়ল (বাঁশ গোড়ার কচি অংশকে বোঝায় যা সবজি হিসেবে খাওয়া যায়) সংগ্রহ করতে যান লাকি সিং।
একপর্যায়ে ৪২-৪৩ নম্বর সীমান্ত পিলারের ওপারে চলে যান। সেখানে মিয়ানমারের আরাকান আর্মির পক্ষ থেকে আগে থেকে পুঁতে রাখা স্থলমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ হয়। এতে তার বাঁম পা গোড়ালি থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।