• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৬:৩৩ পিএম
বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ে নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। এ ঘটনায় শনিবার (১২ এপ্রিল) দুপুরে নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

এর আগে, শুক্রবার (১১ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এঘটনায় অভিযুক্ত ছোট ভাই মো. সাকিবকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তার সাকিব ও নিহত রাকিব উদ্দিন ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় জানান, সাকিব আগে ৩টি বিয়ে করেছেন। কয়েক দিন আগে তিনি আরও একটি বিয়ে করেন। চতুর্থ বিয়ে নিয়ে শুক্রবার রাতে নিজ বাড়িতে বড় ভাই রাকিবের সঙ্গে সাকিবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাকিব উত্তেজিত হয়ে বড় ভাই রাকিবের বুকে ছুরিকাঘাত করেন।

এতে গুরুত্বর আহত হন রাকিব। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর সাকিব নিজেই জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল করে তার বড় ভাইকে খুন করার বিষয়টি জানান। পরে পুলিশ তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।”

Link copied!