• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল যুবকের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০২:২০ পিএম
বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল যুবকের
দুর্ঘটনাস্থলে জনতার ভিড়। ছবি : প্রতিনিধি

ফরিদপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় মুমিনুল আহমেদ আলভী (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ মার্চ) রাত ৯টার দিকে ফরিদপুর শহরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আলভী পাবনা জেলা সদরের রাধানগর এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় ‘পাঠাও কুরিয়ার সার্ভিস’ নামে একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি শহরের আলীপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, আলভি টেপাখোলায় তার অফিস শেষে মোটরসাইকেলে করে আলীপুরের বাসার উদ্যেশ্যে রওনা দেন। পথিমধ্যে ডিসি অফিসের পাশের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে আসলে তার মোটরসাইকেলটি রাস্তার ভিটে পিচ্ছিল খেয়ে বালুবোঝাই ট্রাকের নিচে চলে যায়। ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এছাড়া আলভীর ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!