• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন নারী


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৪:০৪ পিএম
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন নারী

নীলফামারীতে আন্তঃদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় কৌশলা রানী (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বামনডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কৌশলা রানী ওই এলাকার সুবোধ চন্দ্র রায়ের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে ছাগল বেঁধে বাড়ি ফিরছিলেন কৌশলা রানী। এ সময় পার্বতীপুর থেকে চিলাহাটিগামী মিতালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আসছিল। হঠাৎ ছাগলটি রেললাইনের ওপর চলে যায়। পরে ছাগলটিকে বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় গুরুতর আহত হন কৌশলা রানী। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Link copied!