• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

বোনের বিয়েতে এসে যমুনায় ডুবে দুই তরুণের মৃত্যু


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০১:১৪ পিএম
বোনের বিয়েতে এসে যমুনায় ডুবে দুই তরুণের মৃত্যু

পাবনায় খালাতো বোনের বিয়েতে এসে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) সকালে পাবনার আমিনপুর থানার নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে সম্রাট হোসেন পান্না (১৮) ও পাবনা সদরের তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে আশিক (২০)। সম্পর্কে দুজনে খালাতো ভাই।

নিহত সম্রাট হোসেন পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, “১১ অক্টোবর ছিল দুজনের বিদেশ যাওয়ার ফ্লাইট। এর আগে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।”

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, পান্না শেখ ও আশিক শনিবার আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়ে উপলক্ষে আসেন। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। সোমবার নটাখোলা পয়েন্টে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Link copied!