• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সাভারে তিন রেস্তোরাঁকে জরিমানা


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৬:৪৫ পিএম
সাভারে তিন রেস্তোরাঁকে জরিমানা

অস্বাস্থ্যকর, মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন ও কাগজপত্রের ঘাটতি এবং অপরিচ্ছন্ন কর্মী দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে সাভারে পৃথক তিনটি রেস্তোরাঁকে জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিটি রেস্তোরাঁকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগমের নেতৃতে সাভার বাজার বাসস্ট্যান্ডের হোটেল শুভেচ্ছা এন্ড রেস্টুরেন্ট, সুরুচি রেস্টুরেন্ট ও ইসলামিয়া রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ঢাকা জেলা নিরাপদ খাদ্য অফিসার রৌশন আরা বেগম জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও খাদ্য প্রস্তুতকারী কর্মীদের যথাযথ পরিচ্ছন্ন পোশাক না থাকা, ময়লা যুক্ত ফ্রিজে খাদ্য সামগ্রী সরবরাহ করতে দেখা যায়। এ ছাড়া ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র ছাড়াই নিবন্ধনের ব্যত্যয় ঘটিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগে প্রতিটি রেস্তোরাঁকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 

Link copied!