• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

আঙুর চাষে মনসুর আলীর চমক


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৩, ০৯:০৩ এএম
আঙুর চাষে মনসুর আলীর চমক

নেই কোনো শিক্ষাগত যোগ্যতা। স্মার্টফোনে ইউটিউব দেখে শিখে বাণিজ্যিকভাবে ভারতীয় চয়ন জাতের আঙুর ফল চাষে সাফল্য পেয়েছেন যশোরের মনসুর আলী। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ ভিড় করছেন তার আঙুরক্ষেত দেখতে। মনসুর আলীর এমন সাফল্য দেখে অনেকেই উৎসাহীও হচ্ছেন বাগান করতে।

মনসুরের বাড়ি যশোরের সদর উপজেলার লেবুতলা গ্রামে। তিনি জানান, জেলায় এর আগেও আঙুরের চাষ করা হয়েছিল। কিন্তু তা সুস্বাদু ছিল না। তার আঙুর বেশ মিষ্টি। গাছ রোপণের মাত্র ৭-৮ মাসে ফল আসতে শুরু করে।

মনসুর আলী আরও জানান, ২০২১ সালে চয়ন জাতের ১২০টি আঙুরগাছের চারা সংগ্রহ করে ৩৩ শতক জমিতে রোপণ করেন। গত বছরই সুমিষ্ট ফল আসে সেই গাছে। প্রথম বছর সব ফল এলাকাবাসীকে দিয়ে দিয়েছেন। এ বছরও প্রচুর ফল এসেছে গাছে। চলতি বছর যে ফলন হয়েছে, তাতে ক্ষেত তৈরির খরচ উঠে আরও ২-৩ লাখ টাকা লাভ হবে।

এ বিষয়ে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী বলেন, “মনসুর আলীর আঙুর চাষ দেখেছি। অনেক ফলনও এসেছে। আঙুর চাষে উৎসাহী কৃষকদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত কৃষি বিভাগ।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!