• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মেয়রের বিরুদ্ধে দুর্নীতির মামলা করলেন কাউন্সিলর


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০৯:৪১ পিএম
মেয়রের বিরুদ্ধে দুর্নীতির মামলা করলেন কাউন্সিলর

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে।

১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে গত ৬ মার্চ রাজশাহীর সিনিয়র স্পেশাল জজ আদালত ও জেলা দায়রা জজ আদালতে মামলাটি করেন কাউন্সিলর একরামুল হক।

মঙ্গলবার (১৪ মার্চ) বাদীপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের দায়িত্ব পালনের সময় বিধি-বিধান ও নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। কোন কোন খাত থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে তা মামলার আরজিতে তুলে ধরা হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি কেশরহাট পৌরসভার পাঁচজন কাউন্সিলর মেয়র শহীদের বিরুদ্ধে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন।

এ ব্যাপারে কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে যে মামলাটি করা হয়েছে তা সঠিক নয়। নিয়ম অনুযায়ী সকল প্রকল্পের কাজ করা হয়েছে।”

Link copied!