• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

টেলিভিশন মেকানিকের মরদেহ উদ্ধার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০১:৫৭ পিএম
টেলিভিশন মেকানিকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নাটোরের লালপুর থেকে সোহেল আলী (৩০) নামে এক টেলিভিশন মেকানিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পাশে মরদেহটি পড়ে ছিল। স্থানীয়দের ধারণা, সোহলেকে হত্যা করা হতে পারে।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে লালপুর থানার পুলিশ।

উদ্ধার হওয়া সোহেল পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় টেলিভিশন মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় সোহেল একটি টিভি ডেলিভারি দেওয়ার জন্য দোকান থেকে এয়ারপোর্ট মোড় এলাকায় যায়। পরে রাতে আর তিনি বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় সড়কের পাশে সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাকে রক্ত আছে। এর আগে গত কাল সন্ধ্যায় সে নিখোঁজ হয়। তবে মৃত্যুর সঠিক কারন এখনো জানা যায়নি।’

ওসি আরও বলেন, “আমরা তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।”

Link copied!