• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

ফুফুর বাড়িতে কাঁঠাল দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ১২:১০ পিএম
ফুফুর বাড়িতে কাঁঠাল দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের
রেলপথ। ছবি : সংগৃহীত

ফুফুর বাড়িতে কাঁঠাল পৌঁছে দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। 

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীর জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত কিশোর তামিম রহমান (১৫) পৌর শহরের বাসাইল এলাকার ফখরুল ইসলামের ছেলে এবং একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় তামিমের মা বাটিতে করে কাঁঠাল দিয়ে সদর উপজেলা মোড়স্থ ফুফুর বাড়িতে পৌঁছাতে পাঠায়। এসময় জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পারাপার হচ্ছিল। অসাবধানতাবশত রেললাইনের ওপরে থাকাকালীন সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নরসিংদী রেলওয়ে স্টেশনের ইনচার্জ এমবিএম জহুরুল ইসলাম বলেন, “সন্ধ্যার দিকে সিলেট থেকে ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় কিশোরের মৃত্যু হয়েছে। আমরা মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। সুরতহাল প্রতিবেদন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!