• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

কীটনাশক মেশানো নারকেল খেয়ে কিশোরের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ০২:৫২ পিএম
কীটনাশক মেশানো নারকেল খেয়ে কিশোরের মৃত্যু
চাটখিল থানা। ফাইল ফটো

নোয়াখালীর চাটখিলে খাবার ভেবে নারকেলের সঙ্গে মেশানো ইঁদুর মারার কীটনাশক খেয়ে জাহিদুল ইসলাম আল আমিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুকবুল আহাম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।  

জাহিদুল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের হান্নান হোসেন ওরফে হানিফের ছেলে।  

স্থানীয়রা জানান, জাহিদুলের মা জেসিমন আক্তার ইঁদুর মারার জন্য চালের গুড়া ও নারিকেলের সঙ্গে কীটনাশক মিশিয়ে ঘরের ভেতর গ্যাসের চুলার পাশে রেখে দেন। এরপর তিনি বাইরে যান। পরে জাহিদুল ঘরে এসে চালের গুড়ার সঙ্গে নারিকেল মেশানো দেখে খাবার মনে করে খেয়ে ফেলেন। এ সময় তার গলায় জ্বালাপোড়া ও বমি হতে থাকলে তার মা এবং বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এস এম কে হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Link copied!