• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

মুদি দোকানে বিক্রি হচ্ছিল টিসিবির পণ্য


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৭:১৫ পিএম
মুদি দোকানে বিক্রি হচ্ছিল টিসিবির পণ্য

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি মুদি দোকান থেকে টিসিবির ৭০ কেজি মসুরের ডাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার এমপি মার্কেটে অভিযান চালানো হয়।

এ সময় সালমা স্টোর থেকে টিসিবির ৭০ কেজি মসুরের ডালসহ মেয়াদোত্তীর্ণ গুড়া হলুদ-মরিচ ও বিভিন্ন মসলা জব্দ করা হয়। এ সময় টিসিবির পণ্য ও ভেজাল-মেয়াদোত্তীর্ণ মসলা বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালমা স্টোরে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযানের সময় দোকানের মালিক বিল্লাকে পাওয়া যায়নি।

Link copied!