• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৮:০৫ পিএম
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথার বালিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ।

গট্টি ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের আয়োজনে সোমবার (২৩ অক্টোবর) আছরের নামাজের পর উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গট্টি ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইফাজ উদ্দিনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মুফতি আবুল হোসাইন, অধ্যাপক জাফর দুলাল, মাওলানা ইব্রাহিম হোসাইন, মাওলানা জুবায়ের হোসেন, মাওলানা হাসমত আলীসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Link copied!