নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) সকালে ইটভাটার কাজ শেষে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার কুজিপুকুর আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৪৮) এবং একই উপজেলার দলুয়া মুন্সিপাড়া গ্রামের বুদারু মামুদের ছেলে মাসুদ হোসেন (২৫)। তারা দুজনই ইটভাটায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, ইটভাটায় কাজ শেষ করে নূর ইসলাম ও মাসুদ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সৈয়দপুর-রংপুর মহাসড়কের কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা নূর ও মাসুদ ঘটনাস্থলেই মারা যান। 
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































