• ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

মধ্যাহ্ন বিরতির আগেই শ্রীলঙ্কার এক উইকেট তুলে নিল টাইগাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১২:৫৭ পিএম
মধ্যাহ্ন বিরতির আগেই শ্রীলঙ্কার এক উইকেট তুলে নিল টাইগাররা
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে উইকেট পাওয়ার আনন্দ ভাগ করে নিচ্ছেন তাইজুল ইসলাম। ছবি : এএফপি

অনেকদিন পর হেসেছে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। 
ফলে তৃতীয় দিনের শুরুতে  বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশের শেষ ব্যাটার আউট হলে সফরকারীরা থামে ৪৯৫ রানে। জবাবে প্রথম সেশনে শ্রীলঙ্কার সংগ্রহ ২৭ ওভারে ১ উইকেটে ১০০ রান।

স্বাগতিকরা এখনও বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ৩৯৫ রানে। দুই অপরাজিত ব্যাটার পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমালের ব্যাটে এগিয়ে যাওয়ার স্বপ্ন বুনছে শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে নিশাঙ্কা অপরাজিত ৪৬ রানে, চান্দিমাল ব্যাট করছেন ২২ রানে।

প্রথম ইনিংসে প্রায় ৫০০ রানের ব্যবধান ঘোচাতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহ এনেছে শ্রীলঙ্কা। দুই ওপেনার নিশাঙ্কা ও লাহিরু উদারা মিলে যোগ করেন ৪৭ রান। ক্রিজে থিতু হতে যাওয়া জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

ফিরতি ক্যাচে তাইজুলের হাতে ধরা পড়েন ২৯ রান করা উদারা। এরপর আর উইকেটের মুখ দেখেনি বাংলাদেশ। ৫৩ রানের জুটিতে পরিস্থিতি অনুকূলে নিয়ে এসেছেন নিশাঙ্কা-চান্দিমাল।

এর আগে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ১৬ বল। শেষ ব্যাটার হিসেবে আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসকে ক্যাচ দেন নাহিদ রানা। নামের পাশে যোগ করতে পারেননি কোনো রান।

Link copied!