• ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৬

যশোরে করোনায় আক্রান্ত আরেকজনের মৃত্যু


যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১০:৩৯ এএম
যশোরে করোনায় আক্রান্ত আরেকজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

যশোরে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরেকজন মারা গেছেন। এই নিয়ে যশোরে করোনার দ্বিতীয় ধাপে দুজনের মৃত্যু হলো। এছাড়া তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম ইউসুফ আলী (৪৫)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ইউসুফ শ্বাসকষ্ট ও কিডনির সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাকে মেডিকেল ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরা র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পরামর্শ দেন।
 
ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা বুধবার (১৮ জুন) দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। রাতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা করোনার চিকিৎসা শুরু করার আগেই তিনি মারা যান।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, ‘আইসিইউর দায়িত্বে থাকা ডাক্তার তাকে ওভারফোনে করোনা পজিটিভ এক রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার (১৮ জুন) ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন পারুল (৬৮) নামে একজন মারা যান। তিনিও করোনা আক্রান্ত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!