• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৯:২২ এএম
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদের নেতৃত্বাধীন কমিটি বিপুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

একই সঙ্গে জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কমিটি বিলুপ্তর বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটি বিলুপ্ত করে নতুন পদ প্রত্যাশীদের ৭ কর্ম দিবসের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। এর আগে ২০১৮ সালের ৭ মে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আহসান হাবিব খোকা সভাপতি ও আব্দুল্লাহ বিন আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২৭ নভেম্বর ২০১৯ তারিখে ২১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিকে এক বছর দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

Link copied!