• ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২, ১৯ রবিউস সানি ১৪৪৭

সীমান্তের ওপারে গোলাগুলি, এলাকায় আতঙ্ক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০২:৩৪ পিএম
সীমান্তের ওপারে গোলাগুলি, এলাকায় আতঙ্ক

কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ওপারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল, ধামনখালী, থাইংখালী, বালুখালী এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম পাড়াসহ সীমান্ত এলাকার অন্তত ৭টি গ্রামে গুলির আওয়াজ শোনা গেছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় লোকজন জানান, মিয়ানমারের ওপারে সংঘর্ষ চলছে। সীমান্ত পাড়ের গ্রামবাসীরা আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ‘মিয়ানমারের গোলাগুলির ঘটনায় বাংলাদেশের মানুষদের মাঝে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে বাংলাদেশিরা অনিরাপদ।’

কয়েকজন রোহিঙ্গা নেতার দাবি, সীমান্তের ওপারে মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সাথে আরকান আর্মি সংর্ঘষে জড়িয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ব্যাটেলিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘ওপারের সংঘর্ষের ঘটনার পর বিজিবি সর্তক অবস্থানে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’

Link copied!