অ্যাম্বুলেন্সে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:১৪ এএম
অ্যাম্বুলেন্সে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ
প্রতীকী ছবি

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৪) অ্যাম্বুলেন্সে ধর্ষণের অভিযোগে চালক মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর ছোট বোনের জামাতা সদর মডেল থানায় চালকসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। চাঁদপুর শহরের প্রফেসরপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা ব্যাপারীর ছেলে চালক মুরাদ আনঞ্জুমানের অ্যাম্বুলেন্স ভাড়ায় নিয়ে পরিচালনা করতেন। ধর্ষণের শিকার ওই তরুণী জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, জানতে পেরেছি ওই নারী মানসিক ভারসাম্যহীন। প্রায় সময় নিজ বাড়ি থেকে বের হয়ে যেত। লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি অবস্থায় অ্যাম্বুলেন্স চালক তাকে তুলে নিয়ে আসে। এ ঘটনায় তার আত্মীয় থানায় মামলা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সোয়া ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ওই সময় ওই সড়কে থানার উপপরিদর্শক (এসআই) ইবাদুল হক ও সঙ্গীয় ফোর্স টহলরত অবস্থায় ছিলেন। অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে থামানো অবস্থায় দেখে সন্দেহে হলে তারা তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সসহ চালককে আটক করেন।

জানা গেছে, চালক মুরাদ ঢাকা থেকে রোগী নিয়ে পাশের লক্ষ্মীপুর জেলায় যান। সেখান থেকে চাঁদপুরে আসার পথে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি অবস্থায় কয়েকজনের সহযোগিতায় ওই নারীকে যাত্রীবেশে তার অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে আসে। এরপরেই অ্যাম্বুলেন্সের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটে। স্বজনরা জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ও স্বামী পরিত্যক্ত। বাবা-মার সঙ্গে তিনি বাড়িতে থাকেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে মাঝেমধ্যে বাড়ি থেকে তিনি বের হয়ে যেতেন। শনিবার চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাধ্যমে সংবাদ পান স্বজনরা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!