• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০৮:৪২ পিএম
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাকের পার্টির নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজ শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব সড়কে জাকের পার্টির নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির নেতা মো. আব্দুর রাজ্জাক ব্যাপারি, ডা. ফজলুল হক, মো. মহিউদ্দীন ও জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি টিটু খান প্রমুখ। 

এছাড়া এসময় জাকের পার্টির ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট ও মহিলা ফ্রন্টের নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Link copied!