• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ক্ষতিপূরণের দাবিতে ১৮৮ পরিবারের সংবাদ সম্মেলন


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০৩:৫৫ পিএম
ক্ষতিপূরণের দাবিতে ১৮৮ পরিবারের সংবাদ সম্মেলন

রাঙামাটির বাঘাইছড়িতে সীমান্ত সড়ক নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত ১৮৮টি পরিবার ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি আর্যপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাঘাইছড়ি ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য রাশিকা চাকমা।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়, “উপজেলার বাঘাইছড়ি ইউনিয়ন ও সারোয়াতলী ইউনিয়নের সীমান্ত সংযোগ সড়ক নির্মাণের ফলে স্থানীয় জুম্ম পরিবারের ঘরবাড়ি, বিভিন্ন ফলজ বাগান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এ নিয়ে কোনো ক্ষতিপূরণ আমাদের এখনো দেওয়া হয়নি। আমরা বিভিন্ন দপ্তরে গিয়েছি, স্মারকলিপি দিয়েছি। এমনকি প্রধানমন্ত্রী বরাবরও স্মারকলিপি প্রেরণ করেছি। কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। আমরা আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান প্রিয় বিকাশ চাকমা, সারোয়াতলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুগত চাকমা, সারোয়াতলী ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য সুমায়া চাকমা, বাঘাইছড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিরুপম চাকমা।

Link copied!